কোনাবাড়ীতে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ১১ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল মালেক সরকার (৪২) ও ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.নাজমুল আলম সবুজকে (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন,মহানগরীর বাইমাইল এলাকার মজিবুর রহমান এর ছেলে নাজমুল আলম সবুজ এবং বাঘিয়া নদীর পাড় এলাকার মৃত বছির উদ্দিন এর ছেলে মো: আব্দুল মালেক।
তিনি বলেন,কোনাবাড়ী থানায় তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।