বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন মোরসালীন

কামরুল হাসান রুবেল স্টাফ রিপোর্টারঃ
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক মেধাবী ছাত্রনেতা আমেরিকান প্রবাসী মোঃ মোরসালীন হোসাইন শামীম৷ মোঃ মোরসালীন হোসাইন শামীম নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের কৃতি সন্তান৷
মোরসালীন হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে৷ কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন৷ বর্তমানে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে কোম্পানীগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের অসহায় নির্যাতিত নেতা কর্মীদের বিভিন্ন পর্যায়ের সাহায্য সহযোগিতা করে আসছেন মোরসালীন হোসাইন ও সংগঠনের নেতৃবৃন্দ৷