বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ সন্ত্রাসী আটক

দৈনিক প্রথম নিউজ ডেস্ক :
  • সময় কাল : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮ বার পড়া হয়েছে।

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে অভিযান চালিয়ে পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় পাঁচটি বিদেশি পিস্তল, দুটি দেশি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য। এর মধ্যে সন্ত্রাসীদের একজন গ্রুপ কমান্ডারও রয়েছে বলে জানায় এপিবিএন।

গতকাল ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল এসব তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা খবর ছিল, উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের একটি ঘরে সশস্ত্র সন্ত্রাসীরা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। সেই সূত্রে শনিবার দিবাগত ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নেতৃত্বে এপিবিএন-এর একটি দল অভিযান চালায়।

এ সময় ঘরটিতে ১০-১২ জন অবস্থান করছিল। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। আটকদের শরীর এবং বসতঘরটি তল্লাশি করে পাঁচটি বিদেশি পিস্তল, দুটি দেশি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২), একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আবদুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আবদুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।

তিনি আরও জানান, আটক রোহিঙ্গারা একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
© All rights reserved © 2019 LatestNews
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102